মণিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতের শুরু থেকেই যশোর সিটি প্লাজার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম ইয়াকুব আলীর কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার এস এম ইয়াকুব আলীর পক্ষে শাহপুর গ্রামে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে মফিজুর রহমান বলেন, আগের কম্বল ছিঁড়্যা গেছে। শীত যায় না। এইডা নতুন খুব সোন্দর গরম কম্বল। খুব উপকার হইছে। এর আগে পাইনি কখনো। খুবই ভালো লাগছে। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রোকনুজ্জামান, এস এম ইয়াকুব আলীর প্রতিনিধি সাংবাদিক তাজাম্মূল হুসাইন ও রিপন হোসেন।
এ্যাডভোকেট রোকনুজ্জামান বলেন, এস এম ইয়াকুব আলী সামাজিকমূলক কাজ করে থাকেন সবসময়। শাহপুর গ্রামেরর গরিব মানুষদের শীতবস্ত্র দেওয়ার জন্য যে খুঁজে বের করেছে, এ জন্য এলাকার মানুষের পক্ষ থেকে এস এম ইয়াকুব আলীকে কৃতজ্ঞতা জানাই।
আবদুল্লাহ আল মামুন/ যশোর
এইচকেআর