ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

শিবপুরে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

শিবপুরে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর শিবপুরের বাঘাবতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চাদরে মোড়ানো অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রায়পুরায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যক্তিগত দুই গাড়িসহ তিনটি গাড়ি, পিস্তল, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এসব তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিবপুরের বাঘাব ইউনিয়নের সোনাইমুড়ি টিলাসংলগ্ন শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি ঝোপ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৬) এবং সদর উপজেলার বাগহাটার সাহেপ্রতাপ এলাকার আবু কালামের ছেলে জাহিদ মিয়া (২৮)। তাঁরা দুজনই ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরার শ্রীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩২) ও তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)। নিহত দুজন ও গ্রেপ্তার হওয়া দুজনই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করছে।

গতকাল শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেছিলেন, দুটি ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের জন্যই এই দুই চালককে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে দুই যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে শাহজালাল নামের এক ব্যক্তি ঘটনাস্থলে আসেন। ছিনতাই হওয়া ব্যক্তিগত গাড়ি দুটির মধ্যে একটির চালক ছিলেন নিহত রুবেল এবং অন্যটির চালক ছিলেন শাহজালাল।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন