ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

নরসিংদীতে জেলা পুলিশের পিঠা উৎসব অনুষ্ঠিত

নরসিংদীতে জেলা পুলিশের পিঠা উৎসব অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শনিবার নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবে ২০০০ জনের জন্য ৭ রকমের আইটেম শুকনা চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ভাঁপা পিঠা, তেলের পিঠা, ফুল পিঠা, ২ ধরনের জিলাপি ও কপি দিয়ে অভ্যাগতদের আপ্যায়ণ করা হয়।

শনিবার অপরাহ্নে জেলা পুলিশের সকল পুলিশ সদস্যগণ উক্ত উৎসবের অংশগ্রহণ করে। কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতির কারনে জেলা পুলিশের সকল ইউনিটে থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প, গার্ড কর্মরত পুলিশ সদস্যদের জন্য আলাদা আলাদা বক্সে পিঠা পৌছে দেয়ার ব্যবস্হা ছিলো।

পিঠা উৎসবে আমন্ত্রিত উর্ধ্বতন কর্মকর্তা, অতিথিবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে নানা রকমের পিঠার মনমাতানো গন্ধে ভরে উঠে জেলা পুলিশের ইউনিট সমূহ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন