ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরের ডুবজাহাজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সন্ধ্যা পর্যন্ত শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও বনবিভাগ।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলার ডুবিতে নিহত ওই দুই জেলের নাম মামুন শেখ এবং ইসমাইল শেখ। মামুন শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা। ইসমাইল শেখ পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা।

এর আগে ভোরে বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায় অন্তত ১০ ট্রলার। এতে ২৫ জেলে নিখোঁজ থাকার কথা জানায় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। তবে সুন্দরবন পূর্ব বনবিভাগের তথ্যমতে ডুবে যাওয়া ট্রলারের সংখ্যা অন্তত ১৮।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার মামুনুর রহমান জানান, ঝড়ের পর থেকেই বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে তিন জেলেকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন