ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

নরসিংদী জেলা পিজিয়ন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নরসিংদী জেলা পিজিয়ন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদী জেলা পিজিয়ন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ এই কমিটির তালিকা প্রকাশ করা হয় এতে মামুন উর রশিদ মামুন সভাপতি ও মো. সেলিম মিয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা সদর উপজেলার হাজীপুর ইউপি চেয়ারম্যান  ইউসুফ খান পিন্টু ও উপদেষ্টা আবুল কাশেম শেখ।

কমিটির অনান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম,সহ-সভাপতি উত্তম কুমার নন্দী, কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজুক মাহমুদ, উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত কাউসার, কোষাধক্ষ্য মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক কাউসার মিয়া সেতু, ক্রীড়া ও প্রমোদ  সম্পাদক আবদুর রহিম,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

জেলা পিজিয়ন  এসোসিয়েশনের উপদেষ্টা হামিদ মোল্লার সভাপতিত্বে ও আবদুর রহিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল কাশেম শেখ।

এ সময় উপস্থিত ছিলেন পিজিয়ন এসোসিয়েশনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন