ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বান্দরবানে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে গু‌লি ক‌রে হত‌্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।

শনিবার বিকালে ৩টায় জেলা সদরের হিলবার্ড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মো. মজিবর রহমান।

পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার সহসভাপতি (অব.) ক‌্যা‌প্টেন তারু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সভাপতি এম রুহুল আমিন, সহ-সভাপতি নুরুল আলম, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো.  নাছির উদ্দীন প্রমুখ।

পরে নিহত সেনা সদস‍্যেদের আত্মার মাগফিরাত কামনা ক‌রে মোনাজাত ক‌রা হয়।

প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় সভাপতি কাজী ম‌জিবুর রহমান ব‌লেন, সন্তু লারমার মদদপুষ্ট জেএসএস (মূল) সন্ত্রাসীরা বান্দরবানের রুমায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে গুলি করে হত্যা ক‌রেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সৈ‌নিক ফয়েজও। এটি রাষ্ট্রের জন‍্য বড় ধরনের হুমকি।

তিনি বলেন, পাহাড়ে শান্তিশৃঙ্খলা ফেরাতে ও গরিব অসহায় মানুষের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী। কিন্তু অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের বিষয়টি পছন্দ হচ্ছে না। পাহাড়কে অস্থিতিশীল করে চাঁদাবাজি, খুন, অপহরণ এবং অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকা আয় করছে সন্তু লারমার আশীর্বাদপুষ্ট দোসররা। পাহাড়ে শান্তি ফেরাতে শান্তি চুক্তি সংশোধন করে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযানের দাবি জানাই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন