ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর অফিস ভাঙ্গচুর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর অফিস ভাঙ্গচুর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ১০ ফেব্রুয়ারী শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন এলাকায় নির্বাচনী অফিস নির্মাণ করেছেন। আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. সোহেল রানা। গত শনিবার রাত ৮ টার দিকে একদল সন্ত্রাসী আনারস মার্কার নির্বাচনী অফিস ভাঙ্গচুর করে। ভাংচুরের প্রতিবাদে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল রানা।

এ সময় সোহেল রানা বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চাপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু ও মোবাক্ষর মেম্বারের নেতৃত্বে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। তবে কোন অপশক্তি আমার জনপ্রিয়তাকে বিচ্যুত করতে পারবে না। ভাঙ্গচুরের ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন সোহেল রানা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন