ঢাকা শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

Motobad news

বছরে দু’টি উৎসব ও বিজয় দিবস ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

বছরে দু’টি উৎসব ও বিজয় দিবস ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বছরে দুটি উৎসব ও বিজয় দিবস ভাতা পাবেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ছিলেন।

সচিব জানান, খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা প্রদানের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। জীবিত বীর মুক্তিযোদ্ধারা বছরে ১০ হাজার টাকা করে দু’টি উৎসব ভাতা পাবেন। আর মৃত মুক্তিযোদ্ধার পরিবার পাবে দুই হাজার টাকা। এছাড়া জীবিত বীর মুক্তিযোদ্ধারা বিজয় দিবস ভাতা পাবেন ৫ হাজার টাকা করে।

 


অনলাইন/ইই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন