ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

 দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। অতিরিক্ত ঠাণ্ডায় জনজীবনে স্থবির হয়ে পড়েছে। এর ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।

সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়; এখন পর্যন্ত ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
 
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিক থেকে উন্নীত হতে পারে।

এছাড়া রংপুর ১০; কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৪; ডিমলায় ৯ দশমিক ৬; নওগাঁয় ১০; রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এখন পর্যন্ত ৭ দশমিক ৭ ডিগ্রি।

বর্তমানে রংপুর বিভাগসহ দেশের আরও কিছু কিছু স্থানের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে আগামী দুদিনের মধ্যে সারা দেশে তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন