ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

পলাশে গণপিটুনি দিয়ে ৩ চোরকে পুলিশে সোপর্দ

পলাশে গণপিটুনি দিয়ে ৩ চোরকে পুলিশে সোপর্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর পলাশের দেবাইল স্কুলের পাশে ৫ ফেব্রুয়ারি রাতে ব্যাটারি চালিত বিভাটেক ছিনতাই করে যাওয়ার সময় স্থানীয়রা ৩ চোরকে ধৃত করে গণপিটুনির পর পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানার এসআই আরিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাই হওয়া বিভাটেক উদ্ধারসহ ৩ চোরকে গ্রেপ্তার করেন।

ধৃত চোররা হলো পলাশ উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. ওসমান গনি শান্ত (২৪), একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সেলিম মৃধা (৩০) এবং রায়পুরার নিলক্ষ্যা গ্রামের মৃত জাকির মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া (১৯)।

গ্রেপ্তারকৃত চোরদের নামে পলাশ থানায় মামলা দায়েরের পর নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন