ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হবিগঞ্জ বানিয়াচং উপজেলায় ১৩ পিস ইয়াবাসহ  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।  বুধবার  দিবাগত রাতে পৌনে আটটায় উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত হলো এক নম্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আলতাব হোসেনের ছেলে মো. আবজল হোসেন(২৪)।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,  বুধবার  দিবাগত রাতে এসআই রাকিব হোসেন, এসআই সন্তোষ চৌধুরী সংগীয় ফোর্সের সহায়তায় চতুরঙ্গ রায়ের পাড়া সাকিনে অভিযান পরিচালনা করা হয়।  এসময় মাদক ব্যবসায়ী মো. আবজল হোসেনকে ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন