ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

বানিয়াচংয়ে ৬শ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বানিয়াচংয়ে ৬শ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  এ সময় গ্রেফতারকৃতদের বাড়িতে অভিযান চালিয়ে ৬'শ লিটার চোলাই মদ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১'শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।

 বৃহস্পতিবার গভীর রাতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন'র নির্দেশনায় এসআই রাকিব হোসেন, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে অভিযান পরিচালনা করে  মাদক ব্যবসায়ী  জুনায়েদ মিয়াকে ১৫ পিস ইয়াবা ও  শাহনুর মিয়া ১'শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

একই সময় এসআই সবুজ কুমার নাইডু ও সংগীয় ফোর্সের সহায়তায় করচা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী  গোবিন্দ বৈষ্ণব (৪৬)  ৬'শ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন