টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সস্ত্রীক অতিরিক্ত আইজিপিদের শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও রুহের মাগফেরাত কামনা করেছেন সস্ত্রীক অতিরিক্ত আইজিপিরা।

১১ ফেব্রুয়ারী বেলা পৌনে ১২ টায় অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ড. হাসান উল হায়দার বিপিএম, মো. মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার), মো. মাহবুবর রহমান বিপিএম পিপিএম, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, মোহাম্মদ আলী মিয়া বিপিএম; পিপিএম এবং তাদের স্পাউজগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
এইচকেআর