ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

নতুন ইসলামি দলের আত্মপ্রকাশ

নতুন ইসলামি দলের আত্মপ্রকাশ
মুফতি আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম ইনসাফী। ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় উলামা কল্যাণ পরিষদ নামে নতুন একটি ইসলামি দলের ঘোষণা দেওয়া হয়েছে।

দলটির আমীর মনোনীত হয়েছেন যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক ও মহাসচিব ইসলামী ঐক্যজোট (মুফতি আমিনী) যশোর জেলার সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী।

শনিবার দুপুরে আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসা হলরুমে কাউন্সিলে দলটির আংশিক জাতীয় কমিটির ঘোষণা দেন দলটির মহাসচিবের দায়িত্ব পাওয়া শহিদুল ইসলাম ইনসাফী।

কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের এবং ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হবে।

কমিটিতে নায়েবে আমীর করা হয়েছে ইসলামী ঐক্যজোট চৌগাছা উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস ও আড়ারদাহ মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি মাহমুদুল হাসানকে।

এছাড়া মাওলানা হুমায়ুন কবীরকে যুগ্ম মহাসচিব, মাহবুবুর রহমানকে দপ্তর সম্পাদক, মুফতি মুশফিকুর রহমান ইনসাফীকে প্রেস সম্পাদক, মাওলানা আবু সাঈদকে সহপ্রেস সম্পাদক, মুফতি আব্দুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক, মুফতি ইয়াছিন ও মাওলানা ইশ্রাফিলকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জাতীয় কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাকের সভপতিত্বে কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী।

অন্যদের মধ্যে নায়েবে আমীর মাওলানা রুহুল কুদ্দুস এবং সহপ্রেস সচিব মাওলানা আবু সাঈদ বক্তৃতা করেন। কাউন্সিলে দেশের বিভিন্ন স্থান থেকে উলামা-মাশায়েখরা অংশ নেন।

প্রধান বক্তা ও সংগঠনটির মহাসচিব শহিদুল ইসলাম ইনসাফী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় উলামা কল্যাণ পরিষদ অংশ নেবে। তিনি চৌগাছা-ঝিকরগাছা আসনে এমপি পদে প্রার্থী হবেন।
এর আগে ২০১৪ ও ২০১৮ সালে শহিদুল ইসলাম ইনসাফী বিএনপি জোট থেকে চৌগাছা-ঝিকরগাছা আসনে মনোনয়ন চান। তবে জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদকে মনোনয়ন দেয় বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

উল্লেখ্য, চৌগাছার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। মাদ্রাসাটির প্রধান মুফতি আব্দুর রাজ্জাক হেফাজতে ইসলামের মরহুম আমীর আল্লামা শফির অনুসারী হলেও মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীরা এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে জড়িত ছিলেন না।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন