চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ করবো না: আইভী


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে অতীতে যেমন মনোভাব ছিল এখনও তেমনই থাকবে। আপোষ করার মানসিকতা নিয়ে এখানে আসিনি। শুধু আপোষ করবো জনগণের সঙ্গে কাজের জন্য।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) নগরভবনে দায়িত্বভার নেন নবনির্বাচিত মেয়র আইভী। এসময় তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, আজ আমি নতুন ভাবে আসলাম, যদিও আমি নতুন ব্যক্তি নই। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সঙ্গে কাজ করেছি। আমি কাউন্সিলরদের সঙ্গে নারায়ণগঞ্জবাসী এবং আমার কর্মকর্তাদের সঙ্গে কার করছি। এর মধ্যে আমাদের নতুন কয়েকজন কাউন্সিলর এসেছেন তাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাইকে নিয়ে সিটি করপোরেশনের জনগণের চাহিদা মোতাবেক আমরা কাজ করবো।
এমইউআর
