ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

রাস্তার পাশে পড়েছিল দুই নবজাতকের মরদেহ

রাস্তার পাশে পড়েছিল দুই নবজাতকের মরদেহ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে কাপড়ে মোড়ানো দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। পুলিশ জানায়, নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ ১-২ দিন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়।


শাহাবউদ্দিন বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন