ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

    আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
    বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (০৬ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

    সার্কুলার মতে, অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে আর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে।

    এতে আরও বলা হয়, ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন (ডিওএস) কর্তৃক ৫ মে’র সার্কুলার লেটার নং- ১৯ মোতাবেক ব্যাংকিংসেবা চালু রাখা এবং এ বিভাগের ১২ এপ্রিল পিএসডি সার্কুলার নং-০৫/২০২১ এর অনুবৃক্তিক্রমে দৈনন্দিন বিশেষ ব্যাংকিং সেবার জন্য পরিশোধ প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে।

    জারিকৃত সার্কুলার মতে, দৈনন্দিন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) বেলা সাড়ে ১১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাতে হবে। এ লেনদেন সম্পন্ন করতে হবে (রিটার্ন কাট অব টাইম) দুপুর ১টার মধ্যে।

    সাধারণ মূল্যের চেক (রেগুলার ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে, এ লেনদেন সম্পন্ন করতে হবে (রিটার্ন কাট অব টাইম) দুপুর আড়াইটার মধ্যে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক দুটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

    রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে। এ সময়সীমা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ