ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয় নিজেদের ফাঁদেই ধরা হানিট্র্যাপ চক্রের নারীসহ দুই সদস্য এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ সয়াবিন তেলের দাম বাড়লো ৬ টাকা খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ ভোটগ্রহণের সময় বাড়লো এক ঘণ্টা, শুরু সকাল সাড়ে ৭টায় এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
  • আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

    আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
    বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (০৬ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

    সার্কুলার মতে, অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে আর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে।

    এতে আরও বলা হয়, ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন (ডিওএস) কর্তৃক ৫ মে’র সার্কুলার লেটার নং- ১৯ মোতাবেক ব্যাংকিংসেবা চালু রাখা এবং এ বিভাগের ১২ এপ্রিল পিএসডি সার্কুলার নং-০৫/২০২১ এর অনুবৃক্তিক্রমে দৈনন্দিন বিশেষ ব্যাংকিং সেবার জন্য পরিশোধ প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে।

    জারিকৃত সার্কুলার মতে, দৈনন্দিন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) বেলা সাড়ে ১১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাতে হবে। এ লেনদেন সম্পন্ন করতে হবে (রিটার্ন কাট অব টাইম) দুপুর ১টার মধ্যে।

    সাধারণ মূল্যের চেক (রেগুলার ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে, এ লেনদেন সম্পন্ন করতে হবে (রিটার্ন কাট অব টাইম) দুপুর আড়াইটার মধ্যে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক দুটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

    রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে। এ সময়সীমা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ