ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ইভিএম কারচুপিতে জয় বিজেপির: মমতা

    ইভিএম কারচুপিতে জয় বিজেপির: মমতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশের পর তা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

    ভারতের প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে শুক্রবার মমতা বলেন, ‘কয়েকটা রাজ্যে জিতে ২০২৪-এর জন্য লাফাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই।’ 

    বৃহস্পতিবার ফল প্রকাশের পরই মোদির দলীয় সদর দফতর থেকে বলা হয়, উত্তরপ্রদেশের ফলে স্পষ্ট ২০২৪-এ ফের ক্ষমতায় আসছে বিজেপি।  ভারতীয় রাজনীতিতে প্রচলিত একটি কথা রয়েছে, দিল্লি দখলের পথ উত্তরপ্রদেশে হয়ে যায়। তবে আজ মমতা বিজেপির উত্তরপ্রদেশ জয়কে সেই অর্থে পাত্তা দিতে নারাজ।

    ফল নিয়ে মমতার বলেন, ‌‘এই রায় মানুষের রায় নয়। উত্তরপ্রদেশসহ চার রাজ্যে ইভিএম কারচুপি করে জিতেছে বিজেপি।’

    মমতা আরও বলেন, ‘এ যেন মত্যুর আগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া। জন্মের আগে অন্নপ্রাশনের দিন ঘোষণা করা। এখনো তো দু’বছর বাকি। কত কী হতে পারে এই দুই বছরে।’

    উত্তরপ্রদেশের ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএম কারচুপি হয়েছে। ফরেন্সিক টেস্ট হওয়া দরকার।’’ 

    কংগ্রেস প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘ওরা বারবার হারছে, লোকসভা ভোটে বিজেপি-কে ঠেকাতে হলে বিরোধী আঞ্চলিক দলগুলোতে একজোট হতে হবে। কংগ্রেস চাইলে আমরা সবাই একসঙ্গে লড়তে পারি (২০২৪ সালের লোকসভা নির্বাচন)। আপাতত আক্রমণাত্মক হবেন না, ইতিবাচক হোন।’

    প্রসঙ্গত, পাঁচ রাজ্যে ফল প্রকাশের পর বিজেপির উদ্দেশ্যে প্রায় একই টুইট বার্তায় প্রশান্ত কিশোর লেখেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনো রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুরভাবে বিরোধীদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ