ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

ইজিবাইক-টমটমের সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু

 ইজিবাইক-টমটমের সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইজিবাইক-টমটমের সংঘর্ষে দিলিপ পাল (৬৮) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া-বগা মহাসড়কের বাউফল ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দিলিপ পাল উপজেলার বগা বাজারের ফল ব্যবসায়ী ও রাজনগর গ্রামের উপেন্দ্র পালের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দিলিপ পাল সকালে উপজেলার কালাইয়া বন্দর থেকে ফল নিয়ে ইজিবাইকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত দিলিপ পালের ছেলে সঞ্জিব পাল বলেন, গুরুতর আহত অবস্থায় তার বাবাকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, টমটম ও ইজিবাইক চালক পালিয়ে যাওয়ায় টমটম ও ইজিবাইক আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন