ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

Motobad news

পটুয়াখালীতে নতুন একটি যুগ্ম দায়রা আদালত স্থাপন

পটুয়াখালীতে নতুন একটি যুগ্ম দায়রা আদালত স্থাপন
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী জেলায় নতুন একটি যুগ্ম দায়রা আদালত স্থাপন করেছে সরকার। কলাপাড়া, মহিপুর ও রাঙ্গাবালি থানার মামলার দায়রা অধিক্ষেত্র প্রয়োগের জন্য এই আদালত গঠন করা হয়েছে।

সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে এই আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।

নতুন যুগ্ম দায়রা আদালতের বসার স্থান নির্ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা সদরে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন