ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

সমুদ্র সৈকতে ফের ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

সমুদ্র সৈকতে ফের ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আজও ভেসে এসেছে বিরল প্রজাতির লেপিডোসেলিম ওলিভাসিয়া নামের একটি মৃত কচ্ছপ।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে ব্লু গার্ড ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের পরিবেশ কর্মীদের খবর দেয় তারা।

স্থানীয়রা জানায়, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে।

বর্তমানে কচ্ছপটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছেন ব্লু-গার্ডের সদস্যরা। তবে এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশ কর্মীরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকে যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এটা একটি পুরুষ কচ্ছপ।

একদিন আগে একটি মৃত (মা) কচ্ছপ ভেসে এসেছে। পরপর কয়েকটি কচ্ছপের মৃত উদ্বেগজনক।

 পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ তারিকুল ইসলাম বলেন, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপের মৃত্যু হচ্ছে।

 চলতি বছরে আজকের কচ্ছপটিসহ সৈকতে মোট ৮টি মৃত কচ্ছপ ভেসে আসলো।a


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন