ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

কলাপাড়ায় টাকা আত্নসাত মামলায় মা- ছেলে কারাগারে

কলাপাড়ায় টাকা আত্নসাত মামলায় মা- ছেলে কারাগারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টাকা আত্নসাতের মামলায় মা- ছেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 

মামলা সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার মহিপুর থানার অন্তর্গত লতাচাপলী ইউনিয়ন আজিমপুর গ্রামের মৃত আঃ খালেক হাওলাদার ২০১৮ সালে মারা যাবার পূর্বে জমি বিক্রির জমাকৃত ৭ লাখ ৮৮ হাজার টাকা স্ত্রী  মিনারা বেগম ও পুত্র মাজহারুল ইসলাম রেখে যান। জমাকৃত টাকা অংশিদার সৎ ভাই- বোন রফিকুল ইসলাম গংদের প্রাপ্য  ৪ লাখ ৭৬ হাজার ৯ শ' ৩৭ টাকা বন্টন  না করে   মিনারা বেগম ও মাজহারুল ইসলাম আত্নসাত করে।


এ ঘটনায় মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত বছরের  ২৭ জুন  কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজষ্ট্রেট আদালতে সৎ মা মিনারা বেগম (৪২) ভাই মাজহারুল ইসলাম (২২) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে মুসুল্লিয়াবাদ ইসলামিয়া  ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আঃ সোবাহানকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করনে।  তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০ ডিসেম্বর প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। 

 বিচারক প্রতিবেদন পেয়ে আসামীদের প্রতি সমন জারীর আদেশ দেন। পরে আসামী মিনারা বেগম ও মাজহারুল  গত ৬ মার্চ আত্নসর্পন করলে বিচারক আপোষ শর্তে জামিন মঞ্জুর করেন। পরবর্তিতে আসামীরা আপোষে
 ব্যর্থ হলে বুধবার তাদের জামিন নামজ্ঞুর করে  কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন