ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

দীঘিকে ‘ছোট বোন’ বললেন তৌহিদ

দীঘিকে ‘ছোট বোন’ বললেন তৌহিদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউটিউবার তৌহিদ আফ্রিদির সাথে চিত্রনায়িকা দীঘির প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে তৌহিদকে কাছের বন্ধু বলেই বারবার দাবি করেছেন দীঘি।

ইউটিউবে ২৫ এপ্রিল নতুন ভ্লগ প্রকাশ করেছেন তৌহিদ। সেটি প্রকাশের আগে লাইভে আসেন দীঘি ও তৌহিদ। লাইভে আসা এক মন্তব্য পড়ে তৌহিদ জানান, ‘দীঘি তার ছোট বোন। বার বার বলবো, বন্ধু দীঘি আমার ছোট বোন।’ এসময় তার পাশেই ছিলেন দীঘি। তৌহিদের কথা শুনে দীঘি হেসে ফেলেন। 

তৌহিদের নতুন ভ্লগে তার পরিবারের সদস্য ও বন্ধুদের দেখা গেছে। সেখানে ছিলেন দীঘিও। সেখানে দীঘিকে কাছের বন্ধু বলে পরিচয় করিয়ে দেন তৌহিদ। ভ্লগে তৌহিদের মা জানান, ‘দীঘি তৌহিদের বোন।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন