ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

সাংবাদিকের প্রশ্নে বিব্রত নুহাশ হুমায়ূন

সাংবাদিকের প্রশ্নে বিব্রত নুহাশ হুমায়ূন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলচ্চিত্র নির্মাতা ও হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে এক অপ্রত্যাশিত প্রশ্নে বিব্রত হয়েছেন। বাবা নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্য তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন কিনা- এমন একটি প্রশ্ন করা হয়েছিল তাকে। এই প্রশ্নেই তিনি বিব্রত বোধ করেন। 

লাইভ শেষ করে নুহাশ তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ফেসবুকে  তিনি লেখেন, ‘‘বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম; ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কি না? আমি জানি না আন্তর্জাতিক একজন প্রশংসিত নির্মাতাকে আপনারা এই প্রশ্ন করেন কীভাবে? আপনাদের কি মনে হয়, সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম- বাপের নাম দেখে তারা ইনভাইট করে?’’

(২৬ এপ্রিল রাত ৮টায় নুহাশ ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আয়োজনে সঞ্চালক আলোচনা শুরু করেন নুহাশের নির্মিত নতুন ওয়েব সিরিজ পেট কাটা ‘ষ’ নিয়ে।

লাইভ অনুষ্ঠানে  এক পর্যায়ে সঞ্চালক নুহাশের কাছে প্রশ্ন করেন, ‘যদি আপনি নুহাশ হুমায়ূন না হতেন, হুমায়ূনপুত্র না হতেন, তাহলে কি আপনি যেখানে আছেন সেখানে থাকতেন বলে মনে হয়?’

উত্তরে নুহাশ বলেন, ‘এ জিনিসগুলো না আসলে, খুবই আরাম লাগে। ইন্টারন্যাশনালি সবাই আমাকে আমার কাজের জন্য চেনে।’ এরপর বলেন, ‘আমি ইন্টারন্যাশনালি সেলিব্রেটেড ফিল্মমেকার। ওখানে ফ্যামিলি-ট্যামিলি নিয়ে ভাবার স্পেস নাই।’


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন