ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

১০০ কোটির প্রস্তাব ফেরালেন আল্লু অর্জুন

১০০ কোটির প্রস্তাব ফেরালেন আল্লু অর্জুন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তামিল সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমার ব্যাপক সাফল্যের পর খবর ছড়ায় জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলির সঙ্গে কাজ করবেন আল্লু অর্জুন। কিন্তু ছবির আপডেট জানা গেলো এবার। পরিচালক বেশি পারিশ্রমিক চাওয়ায় ছবিটি থেকে মুখ ফিরিয়েছেন আল্লু। 

তবে নিউজ ১৮-এর বরাতে বলিউড লাইফের খবর বলছে,  ওই সিনেমার জন্য পরিচালক অ্যাটলি পারিশ্রমিক চেয়েছেন ৩৫ কোটি রুপি। এই খবরে হতবাক আল্লু অর্জুন। তাই প্রস্তাবিত সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এ সুপারস্টার। 

অ্যাটলি এখন কাজ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। এ ছাড়াও ব্লকবাস্টার ব্যবসা সফল ছবি মার্সাল, থেরি ও বিগিলের মতো বাণিজ্যসফল সিনেমা রয়েছে এ নির্মাতার ঝুলিতে। তাই শীর্ষ অভিনেতা থেকে শীর্ষ প্রযোজনা সংস্থাগুলো অ্যাটলির সঙ্গে কাজের জন্য আগ্রহী। তাই বেশি পারিশ্রমিকও চেয়ে থাকেন তিনি। 

অন্যদিকে আল্লু অর্জুন দক্ষিণি সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। লাইকা প্রডাকশন এই সিনেমার জন্য আল্লুকে ১০০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

এর আগে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণ বলেছিল, ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেওয়া আল্লু অর্জুন সিনেমাটির সফলতার পর এখন পারিশ্রমিক হাঁকাচ্ছেন ১০০ কোটি রুপি। লাইকা প্রডাকশনের ব্যানারে পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে একটি সিনেমায় কাজের জন্য ১০০ কোটি রুপির প্রস্তাব পেয়েছেন এই দক্ষিণি তারকা।

এখন সবার নজর অ্যাটলি ও শাহরুখের সিনেমার দিকে। ধারণা করা হচ্ছে, সিনেমাটির নাম ‘লায়ন’। এ সিনেমায় শাহরুখের নায়িকা দক্ষিণি তারকা নয়নতারা। সিনেমায় আরও রয়েছেন সানিয়া মালহোত্রা। এ সিনেমায় শাহরুখকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে আর নয়নতারাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। এর মাধ্যমে বলিউডে অভিষেক হবে নয়নতারা ও অ্যাটলির।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন