ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ দেবেন সানী

জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ দেবেন সানী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ঘটে গেছে এক নেতিবাচক ঘটনা। চিত্রনায়ক জায়েদ খানকে চড় মেরেছেন চিত্রনায়ক ওমর সানী। বিপরীতে জায়েদ খান পিস্তল বের করে গুলির হুমকি দিয়েছেন সানীকে।

পিস্তল বের করে মারার হুমকির ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দিতে গিয়েছেন ওমর সানী। সেখানে বসে তিনি অভিযোগ লেখেন। অপেক্ষা করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চনের জন্য। তার হাতেই লিখিত অভিযোগ দেবেন সানী। শুধু তাই নয়, আজ যেকোনো সময় চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী–পরিচালক ও প্রযোজকদের পরামর্শ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও করবেন বলে জানান ওমর সানী।

ওমর সানী বলেন, ‘আমি সব সময় যেকোনো সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নিই। এবারও তা–ই করতে চাই। তাই সবাইকে জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’

এদিকে আজ রোববার দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’ জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ এনে ওমর সানী বলেন, জায়েদ খান শুধু মৌসুমীকে নয়, আরও অনেক মেয়েকেই বিরক্ত করেন। জায়েদের কারণে অনেক মেয়ের সংসারও ভেঙেছে।

এদিকে এই ঘটনা নিয়ে ডিপজল বলেন, ‘যেসব ঘটনা শুনছেন, এগুলো মিথ্যা, বানোয়াট খবর। এরকম কোনো ঘটনাই সেদিন ঘটেনি। যারা বলেছে, তারা মিথ্যা বলেছে।’তাহলে এমন ভিত্তিহীন ঘটনা রটানো হচ্ছে কেন? কারাই বা এসব ছড়াচ্ছে? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘কারা ছড়াচ্ছে? কেন ছড়াচ্ছে, তা তো আমি বলতে পারব না। আমি ছেলের বিয়ের আয়োজন নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি।’

উল্লেখ্য, ওমর সানীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌসুমীকে বিরক্ত করে আসছেন জায়েদ খান। একাধিকবার তাকে সতর্কও করা হয়েছিল। কিন্তু তিনি কর্ণপাত করেননি। ওমর সানীর ভাষ্য, “বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, সব মেয়ে মানুষের সঙ্গে বিকৃত আচরণ করবে, এসবের একটা সীমারেখা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে। আমি গিয়েই (বিয়ের অনুষ্ঠানে) চড় মেরেছি। সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি একটি গালি দিয়েছি তাকে।”যদিও ওমর সানীর বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন জায়েদ খান। ডিপজলের মতো তিনিও বলেছেন, এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। শত্রুতা করে তার নামে এসব কথা ছড়ানো হচ্ছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন