চলন্ত বাসে নারীকে গণধর্ষণ, আটক ৬


সাভারের আশুলিয়ায় মহাসড়কে চলন্ত মিনিবাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
শনিবার (২৯ মে) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার (২৮ মে) রাতে চলন্ত বাসে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। আটকরা থানা হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।
এমইউআর
