ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

মোহাম্মদপুরে আগুনে শিশুসহ দম্পতি দগ্ধ

মোহাম্মদপুরে আগুনে শিশুসহ দম্পতি দগ্ধ
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরের নবদয় হাউজিং এলাকায় একটি টিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নবদয় হাউজিংয়ের সি ব্লকের ২নম্বর টিনসেড বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা হলেন, মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) এবং তাদের ২ বছরের সন্তান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই মাস আগে বাসাটি ভাড়া নেন সোহেল। সোহেল বর্তমানে বেকার। তার স্ত্রী লাবনী বাসাবাড়িতে কাজ করতেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করেই তাদের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। এ সময় তাদের ঘরের সামনে গিয়ে দেখা যায়, ভেতরে আগুন জ্বলছে। সোহেল ও লাবনী দগ্ধ অবস্থায় ঘর থেকে বের হয়ে এলে প্রতিবেশীরা শিশুটিকে ঘরের ভেতর থেকে উদ্ধার করে। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ, লাবনীর ৩০ শতাংশ এবং তাদের শিশু সন্তানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ২টা ৪৪ মিনিটে আমরা আগুনের খবর পাই। এর সঙ্গে সঙ্গেই মোহাম্মাদপুর স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই আগুন নিভে যায়। এরপর ওই বাসার একই পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন