৬ জনের মৃত্যু: বরিশাল হোটেলের মালিক রিমান্ডে

রাজধানীর চকবাজারে আগুনে ছয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল হোটেলের মালিক ফখর উদ্দিনকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছয়জনের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার হোটেলের মালিক ফখর উদ্দিনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, হোটেলের ভেতর থেকে আগুন লাগে। আসামিদের অবহেলার কারণে এ ঘটনা ঘটে। ঘটনার পুরো রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির এক দিন রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাট লেনে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। সোমবার দুপুর ১২টার দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মৃত ব্যক্তিরা সবাই ভবনের নিচতলার বরিশাল হোটেলের কর্মচারী। রাতে কাজ করে হোটেলের দ্বিতীয় তলায় একটি কক্ষে ঘুমাচ্ছিলেন তাঁরা।
এ ঘটনায় হোটেলের মালিক ফখর উদ্দিন, হোটেলের ব্যবস্থাপক মো. রানাসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহত হোটেল শ্রমিক রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, বরিশাল হোটেলের আগুনের সূত্রপাত সিলিন্ডার থেকে নয়। আগুনের সূত্রপাত হয়েছিল রান্নাঘর থেকে। তখন হোটেলে উপস্থিত ছিলেন হোটেলের মালিক ফখরুদ্দিন। তবে আগুন লাগার পর তাঁরা সটকে পড়েন। হোটেলের ব্যবস্থাপক রানা পলাতক।
এএজে
