মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে পুলিশের তান্ডব

রাজনৈতিক বিরোধের জেরে অজ্ঞাত ৯২ বছর বয়সী নরীর মিথ্যা মামলায়, পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি মুক্তিযোদ্ধার বাড়ি তছনছ করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গোলদারের ছেলে মো. রেদোয়ান গোলদার। প্রায়ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গোলদার মুক্তিযুদ্ধ কালীন সংগ্রাম পরিষদের সভাপতি, তুষখালী কন্ট্রোল রুম ইনচার্জ, ভারত আমলানী ক্যাম্পে মটিভেটর ও স্বাধীনতা পরবর্তিতে তুষখালী ইউনিয়ন আ‘লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
৩০ বছর বয়সী মো. রেদোয়ান গোলদার লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক ও পারিবারিক কারনে আমাদের অনেক শত্রæ রয়েছে। আমাকে ও আমার পরিবারকে হয়রানী করার জন্য অজ্ঞাত ৯২ বছর বয়সী এক নারীকে দিয়ে খুলনার একটি আদলতে আমার বিরুদ্ধে একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করায়। পরবর্তিতে ভোটার আইডি কার্ড অনুযায়ী খোঁজ নিয়ে জানা যায় ওই বৃদ্ধার নাম জুলেখা খাতুন, স্বামীর নাম ধরু মিয়া ফকির, পিতার নাম মবলিজ মিয়া, জন্মস্থান কুমিল্লা। ওই মামলার ওয়ারেন্ট নিয়ে গত ১৭ জুলাই রাত ২ টার দিকে মঠবাড়িয়া থানার এস.আই বাশার ও নূরুজ্জামানের নেতৃত্বে ১০ জন পুলিশ আমার বাড়িতে (একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি) তান্ডব চালায়। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান ফিরোজ মৃধাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল তছনছ ও তান্ডব চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ নিয়ম অনুযায়ী গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। তাকে বাড়িতে পাওয়া না গেলে পুলিশ ফিরে আসে।
এইচকেআর