ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • ১১ ঘণ্টায় ১০ লাখ! যা বললেন তানজিন তিশা

    ১১ ঘণ্টায় ১০ লাখ! যা বললেন তানজিন তিশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ দুই তারকার অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি ইউটিউবে অবমুক্তের পর ১১ ঘণ্টায় ১০ লাখ বা ১ মিলিয়ন বার দেখা হয়েছে, যা বাংলা নাটকের ইতিহাসে একটি রেকর্ড। সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন মানুষ নাটকটি দেখেছেন।

    নাটকটি দুই দিনের মধ্যে ২৫ লাখ ভিউয়ার পেয়ে গেছে।

    শুধু তাই–ই নয়, এত কম সময়ে নাটকটিতে ৫১ হাজারের বেশি লাইক জমা হয়েছে। এর বিপরীতে ডিজলাইক রয়েছে দুই হাজার। মন্তব্যের ঘরেও জমা পড়েছে ৩ হাজারের বেশি বার্তা, যার বেশিরভাগই প্রশংসার।

    ইউটিউবে প্রকাশের পরই এমন রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী তানজিন তিশা।

    এমন সাফল্যের বিষয়ে এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘দ্রুত মিলিয়ন ভিউ হওয়া আগের নাটকও ছিল আমার। সেই অর্থে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছি বলা যায়। নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে-এটা ভাবতেই ভালো লাগছে। অনেকেই ফোনে, মেসেজে আমাকে অভিনন্দন জানাচ্ছেন। সব মিলিয়ে ভীষণ ভালোলাগার একটা অনুভূতি কাজ করছে। আমার অনুরাগী আর দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।’

    তিশা আরো যোগ করেন, এবারের ঈদে খুব বেশি নাটকে কাজ করিনি। তবে যেগুলো প্রচার হয়েছে সবগুলোতেই ভালো সাড়া পাচ্ছি। ‘একটুখানি’, ‘পেপার গার্ল’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘মাতাল হাওয়া’, ‘আফ্রিকান বউ’ নাটকগুলোর জন্যও ভালো সাড়া পাচ্ছি।

    উল্লেখ্য, এর আগে দেশে সবচেয়ে দ্রুততম ১ মিলিয়ন ভিউয়ের দুটি নাটকের অভিনেত্রী তিশা। নাটক দুটি হলো-‘আফ্রিকান বউ’ (১৮ ঘণ্টা) ও‘ তাকে ভালোবাসা বলে’ (২০ ঘণ্টা)। দুটি নাটকই ঈদে প্রচার হয়েছে। ‘শেষটা অন্যরকম ছিল’নাটকটিও ঈদে প্রচার হয়। কিন্তু তখন সেভাবে সাড়া মেলেনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ