ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

উগান্ডায় গুলিতে মন্ত্রীর মেয়েসহ নিহত ২

উগান্ডায় গুলিতে মন্ত্রীর মেয়েসহ নিহত ২
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় মারা গেছেন তার সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন ওই মন্ত্রী। তাকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গত মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বলেন, জেনারেল কাতুম্বা ওয়ামালার ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। হামলারৃ পর তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর মেয়ে এবং গাড়িচালক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন