চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী নিহত


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তেজামুল (৬২) নামের এক বাক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেবিনগরের দাঁতালটোলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির পিতার নাম মৃত জিল্লুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আলমগীর জানান তেজামুল নামের এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় মালামাল ভর্তি ব্যাটারি চালিত একটি অটো ধাক্কা দেয়। ফলে তাঁর শরীরে আঘাত লেগে ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় চালক মোহাম্মদ শাহীন (৩০) অটোসহ আটক করা হয়েছে।
এইচকেআর
