বরিশালে ১৭০পিচ গ্যাস সিলিন্ডার বিক্রি করে গাড়ি রেখে পালালেন চালক

বরিশাল নগরীতে ১৭০ পিচ গ্যাস সিলিন্ডার বিক্রি করে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন ভুক্তভোগী।
তিনি নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান (রাজ্জাক খান) সড়কের বাসিন্দা। পাশাপাশি একই এলাকায় সরদার এন্টারপ্রাইজ নামের এলপিজি গ্যাসের ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে তার। এর আগে গত মঙ্গলবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চালক হলেন, বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ার নীলগঞ্জ গ্রামের অমল সমাদ্দারের ছেলে সুজন চন্দ্র সমাদ্দার।
জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে দোকান থেকে অটোভ্যানে করে গ্যাস নিয়ে নগরীর বিভিন্ন দোকানে বিক্রি করতে বের হয় চালক সুজন চন্দ্র সমাদ্দার। রাত হলেও সে আর গ্যাস বিক্রির টাকা নিয়ে দোকানে আসেনি।
পরে সুজনের মুঠোফোন ফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন স্থানে খুজেঁ না পেয়ে রাত ১১ টার দিকে স্থানীয় ফিসারী রোড়ের খলিল স্ট্রোরের সামনে থেকে অটোভ্যাটি উদ্ধার করা হয় জানিয়েছেন নিজাম সরদার। তিনি বলেন, চালক সুজন চন্দ্র সমাদ্দার তার ২৫টি খালি গ্যাসের বোতল ও গ্যাস ভর্তি ১৭০ পিচ সিলিন্ডার বিক্রি করে পালিয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ২ লাখ ২০ হাজার টাকা।
তিনি আরও বলেন, এর পূর্বেও আমার গ্যাসের গোডাউনে চুরি হয়েছে। তার সাথেও সুজনের সম্পৃক্ততা থাকার অভিযোগ পেয়েছিলাম। পুরনো হওয়ায় তারপরেও তাকে কাজে রেখেছিলাম। কিন্তু সে (সুজন) আমার ক্ষতি করে পালিয়ে গেছে। এ ঘটনার সাথে সুজন চন্দ্র সআদ্দারের বাবা-মা ও ছোট মামা বাবুল সমাদ্দারের যোগসাজেস থাকতে পারে। এ ঘটনায় এয়রেপোর্ট থানায় লিখিত অভিযোগ দেয়ের করা হবে জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে অটোভ্যান চালক সুজন চন্দ্র সমাদ্দারের মুফোফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।