চরফ্যাশনে ছোট ভাইর হামলায় বড় ভাইসহ আহত ৩


ভোলার চরফ্যাশন পৌর সভার ৭ নং ওয়ার্ডে মৃত শাহে আলমের ছেলে ও নাতিকে আহত করেন ছোট ভাই।
এলাকা সূত্রে জানাযায় গত সোমবার রফিকুল ইসলাম বাড়ী থেকে আসার পথে সকাল দশটায় চরফ্যাশন থানা জামে মসজিদের সামনে আসলে অতর্কিত হামলা করেন ছোট ভাই সহ ভাতিজারা আহত রফিকুল ইসলাম (৪৭) কে বাজার ব্যবসায়ীরা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।এদিকে প্রতিপক্ষ আহত রফিকুল ইসলামের স্ত্রী জানান, আবারও বিকাল ৩ টার সময় আমার বাড়ী ঘর ভাংচুর সহ আমার দুই ছেলে কে কুপিয়ে আহত করে, আহত দুই ছেল মোঃ আশিক (২৪) আরিফ (১৯) এদের গুরুতর আহত অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। ঘটনা টি ঘটে রফিকুল ইসলাম পিতা শাহে আলম পৌরসভা ৭ নং ওয়ার্ডে সকাল সারে দশটায় এবং বিকাল তিনটার সময় প্রতিপক্ষ নজরুল (৪৫) ফারুক (৩৮) শাহে আলম তামিম (১৬) ফারুক হাসান (৩০) পিতা, আবুল কালাম। আহত রফিকুল ইসলাম জানান আমার সাথে কিছু দিন আগে ও হত্যার উদ্দেশ্য আমার দোকানে হামলা ও ভাংচুর করে, এ ব্যাপারটি আমি পৌর সভা মেয়র কে বিষয় টি জানালে বিষয় টি মীমাংসা করার চেষ্টা করে।
কিন্তু কি কারণে কেন আমার ও আমার দুই ছেলে কে কুপিয়েছে তা আমি জানিনা আমি এই সন্ত্রাসিদের বিচার চাই। হামলার ব্যাপারে তার ছোট ভাই বলেন আমি হামলা করিনি উল্টো আমার বড় ভাই রফিক আমার উপর হামালা করে আমাকে এবং আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।
এমবি
