ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

অবৈধ দখলদারদের নোটিশ ছাড়াই ‍উচ্ছেদ করা হবে- মেয়র ‍আতিক

অবৈধ দখলদারদের নোটিশ ছাড়াই ‍উচ্ছেদ করা হবে- মেয়র ‍আতিক
ছবি: সংগৃহিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা ‍উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র ‍আতিকুল ‍ইসলাম বলেছেন, রাজধানী ঢাকার অবৈধ দখলদারদের ‍উচ্ছেদে কোন ধরনের বৈধ নোটিশ ‍ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাদেরকে ‍উচ্ছেদ করা হবে।

বুধবার সকালে রাজধানীর মিরপুর- ১৪ ‍এলাকায় বাউনিয়া খালের অবৈধ দখল ‍উচ্ছেদ অভিযান সরেজমিনে পরিদর্শনে গিয়ে মেয়র ‍এ কথা বলেন।

তিনি ‍আরও বলেন, খালটি ৬০ ফুট প্রশস্থ থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। এর আগে একাধিক বার চেষ্টা করেও খালটি উদ্ধার করা যায়নি। তাই বিনা নোটিশে এই অভিযান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নগরীর খাল ও নদীগুলো উদ্ধার করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। ইতোমধ্যে যারা অবৈধভাবে খাল ও নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন‍্যথায় অভিযান পরিচালনা করে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হবে।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতার সমস‍্যা সমাধানে সুপরিকল্পিত ৩টি জলাধারের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু জলাধারের জন্য নির্ধারিত জমির অধিকাংশই অবৈধ দখলদারদের দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান প্রমুখ ‍উপস্থিত ছিলেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন