ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

 গাছসহ 'গাঁজাচাষি' আটক

 গাছসহ 'গাঁজাচাষি' আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদারীপুরে গাঁজার গাছসহ কমল শীল (৩৫) নামে এক গাঁজাচাষি ও মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ছয়টি তাজা গাঁজা গাছসহ আটক করা হয়।

আটক কমল শীল খোয়াজপুর গ্রামের  মৃত মরণ শীলের ছেলে। সে একজন পেশাদার গাঁজাচাষি ও মাদক কারবারি।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের কমল শীল নামের এক ব্যক্তি তার বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের কার্যক্রম চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে গাঁজাচাষি কমল শীলকে আটক করে র‍্যাব।

এ সময় তার বসত বাড়িতে তল্লাশী করে বসত বাড়ির আঙ্গিনার পূর্ব পাশের ঘরের সঙ্গে চাষকৃত ছয়টি তাজা গাঁজা গাছ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন ধরে তার নিজ বসত বাড়ির আশ-পাশ এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। তাকে উদ্ধারকৃত গাঁজা গাছ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন