ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত বরিশালে শ্রমিকদের দু'পক্ষের মুখোমুখি অবস্থান, দিনভর উত্তেজনা প্রাথমিকের সহকারী শিক্ষকদের ‘গ্রেড’ নিয়ে সুখবর ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ সোমবার আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক পটুয়াখালীতে রিজভীর গাড়ির সামনে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক ট্রাইব্যুনালে যে রায় হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার জাভাপ্রদেশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্প শুরু হলে সেখানের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসে। খবর রয়টার্সের।

    সংস্থাটি জানায়, ভূমিকম্পটির ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশটির রাজধানী জাকার্তায়ও ভূমিকম্পটি অনুভূত হয়, উৎপত্তিস্থল থেকে যার দূরত্ব ২০০ কিলোমিটার দূরে।

    ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, এতে গারুত শহরে একজন আহত হয়েছে ও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পশ্চিম জাভার অন্যান্য শহরসহ বেশ কিছু এলাকার বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা ভূমিকম্পটি তীব্রভাবে অনুভব করেছেন।

    পশ্চিম জাভাপ্রদেশের রাজধানী বান্দুংয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, একটি হোটেলের অতিথিরা ভবন থেকে বের হয়ে গেলেও পরে ভেতরে ফিরে আসেন।

    গত মাসে পশ্চিম জাভার সিয়ানজুরে পাঁচ দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে তিন শতাধিক মানুষ নিহত হন।

    প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকার ওপর ইন্দোনেশিয়া অবস্থিত। এই অঞ্চলটিকে রিং অব ফায়ার বলা হয়। দেশটিতে আগেও বহুবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ২০১৮ সালেও সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের আঘাতে ২ হাজারের বেশি মানুষ নিহত হন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ