ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত বরিশালে শ্রমিকদের দু'পক্ষের মুখোমুখি অবস্থান, দিনভর উত্তেজনা প্রাথমিকের সহকারী শিক্ষকদের ‘গ্রেড’ নিয়ে সুখবর ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ সোমবার আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক পটুয়াখালীতে রিজভীর গাড়ির সামনে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক ট্রাইব্যুনালে যে রায় হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৯০-এ পা দিল 'প্রবীণ কচ্ছপ' জনাথন

    ১৯০-এ পা দিল 'প্রবীণ কচ্ছপ' জনাথন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কচ্ছপ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী জনাথন জনাথন। দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে বসবাস তার। এ বছর তিনি পা দিচ্ছেন ১৯০ বছরে। আর এ কারণেই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কচ্ছপ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী জনাথন।

    সিএনএন বলছে, জনাথন জীবনের বেশির ভাগ সময় কাটায় দ্বীপের গভর্নরের বাড়িতে। সেখানেই ধুমধাম করে জন্মদিন পালন করা হচ্ছে এটির। এই 'ঐতিহাসিক মাইলফলক' উপলক্ষে দর্শকদের জন্য ৩ দিন উন্মুক্ত থাকবে জনাথনের আবাসস্থল।

    ধারণা করা হয়, জনাথনের জন্ম ১৮৩২ সালের দিকে। যদিও এর প্রকৃত কোনো প্রমাণ কারো কাছে নেই। ১৮৮২ সালে সেশেলস থেকে স্যার উইলিয়াম গ্রে-উইলসনের উপহার হিসেবে এটিকে সেন্ট হেলেনায় আনা হয়েছিল। পরে স্যার উইলিয়াম গ্রে-উইলসন গভর্নর হন।

    সেন্ট হেলেনার পর্যটন প্রধান ম্যাট জোশুয়ার মতে, জনাথনের প্রকৃত বয়স আরও বেশি হতে পারে। হতে পারে ২০০ বছরও। বিরাটাকৃতির জনাথন বয়সের কারণে সেন্ট হেলেনায় তারকাদের মতোই জনপ্রিয়। ডেভিড, এমা ও ফ্রেড নামের আরও ৩টি বিশালাকৃতির কচ্ছপের সঙ্গে বসবাস করে এটি।

    বার্ধক্যের কারণে জনাথন এখন আর চোখে দেখতে পায় না। গন্ধের অনুভূতিও আর নেই। তবে এখনও এর শ্রবণশক্তি চমৎকার। বিষয়টি নিশ্চিত করেছেন জনাথনের চিকিৎসক জো হলিন্স। তিনি বলেন, আবহাওয়া ভালো থাকলে জনাথন রোদ পোহায়। রোদেলা দিনে লম্বা ঘাড় এবং সবগুলো পা খোলস থেকে সম্পূর্ণভাবে বের করে আরাম করে। তবে ঠাণ্ডা আবহাওয়ায় সারাদিন পাতা বা ঘাসের ভেতর ডুবে থাকতেই পছন্দ করে এই প্রবীণ। সূত্র : সিএনএন


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ