ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • আর ব্রাজিলের হয়ে খেলবো কি না জানি না: নেইমার

    আর ব্রাজিলের হয়ে খেলবো কি না জানি না: নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বাদ নেওয়া হলো না ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ছিল খুবই কঠিন। এই ম্যাচেও ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেছিলেন নেইমার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেষ পর্যন্ত গোল হজম করলেন। যথারীতি ম্যাচ গেলো টাইব্রেকারে এবং সেখান থেকে বিদায় ঘটলো ব্রাজিলের।

    কোয়ার্টার ফাইনাল থেকে এভাবে বিদায় হওয়ায় কান্নায় ভেঙে পড়েন নেইমার। শুক্রবার রাতে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে ২-৪ গোলে হেরে যাওয়ার পরই তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। কান্না থামছিল না তার। সতীর্থ থিয়াগো সিলভা এসে তাকে থামানোর চেষ্টা করেন। নেইমার বিশ্বাসই করতে পারছিলেন না যে, ব্রাজিল হেরে গেছে। সমর্থকদের মতো বিস্ময় ছিল তার চোখেও। 

    টাইব্রেকারে হৃদয় ভাঙার পর আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হৃদয় ভারাক্রান্ত কণ্ঠে নেইমার বললেন, ‘সত্যি বলতে, আমি জানি না। আমি মনে করি, এই সময় কথা বলা উচিৎ নয়। কারণ, সময়ের উত্তাপ। সম্ভবত আমি সঠিকভাবে কোনো চিন্তাই এখন করতে পারছি না।’

    তিনি আরও বলেন, ‘এটা হয়তো বলতে পারি, এটাই আমার শেষ। তবে কোনো বিষয়েই আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। দেখুন, আসলে ঘটনাপ্রবাহ কোনদিকে যায়।’

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন কি না, সে বিষয়ে চিন্তা করতে কিছু সময় নিতে চান। নেইমার বলেন, ‘আমি এ বিষয়ে চিন্তা করতে কিছু সময় নিতে চাই। আমি চিন্তা করতে চাই, আসলে আমি নিজের সম্পর্কে কী চাই। আমি ব্রাজিলের হয়ে খেলবো কী খেলবো না- সে বিষয়ে এখনই দরজা বন্ধ করে দিতে চাই না। আবার শতভাগ নিশ্চয়তা দিয়েও বলতে পারছি না যে আমি ফিরে আসবো।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ