ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর
আগুনে পুড়ে গেছে বস্তির অনেক ঘর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শতাধিক ঘর পুড়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, ভোররাত ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি নিরূপণে তারা কাজ করছেন। তবে আগুন দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, সাততলা বস্তিতে এক হাজারের বেশি ঘর আছে। আগুন লাগার খবর পেয়ে প্রথমদিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
এর আগে গতবছরের ২৩ নভেম্বর মধ্যরাতে এই বস্তিতে আগুন লেগেছিল। সেবার আগুনে বস্তির আড়াইশ'র বেশি ঘর পুড়ে গিয়েছিল।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন