ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

পিরোজপুরে মামলার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতা-কর্মীরা

পিরোজপুরে মামলার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতা-কর্মীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে মামলার কারণে আতঙ্কে ঘরছাড়া জেলা বিএনপি ও উপজেলা বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। জেলার সাতটি উপজেলার প্রায় সব উপজেলাতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা ও বিস্ফোরক আইনে মামলার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।

জানা যায়, নাজিরপুর, ইন্দুরকানী, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়ার পরে সর্বশেষ পিরোজপুর জেলা বিএনপির ও এর সহযোগী সংগঠনের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দেওয়ায় তাঁরা পলাতক রয়েছেন। ভয় আর আতঙ্কে এসব নেতা-কর্মী ঘর ছাড়া হয়েছেন বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলার প্রায় সব উপজেলাতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গত শনিবার বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলকে টার্গেট করে ছাত্রলীগ হামলা চালায়। নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ে আশ্রয় নিলে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। আহত নেতা-কর্মীদের হাসপাতালে নিলে সেখান থেকে তাঁদের আটক করে পুলিশ। শুধু সদর উপজেলা নয়, সব উপজেলাতেই একই চিত্র। জেলার প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। সবাই এখন ঘর ছেড়ে পলাতক রয়েছেন, কেউবা জেলে রয়েছেন। মামলা হামলা বন্ধ করা উচিত। 

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার জানান, ছাত্রলীগ পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীদের ওপরে হামলা করে। পরে ছাত্রলীগই বাদী হয়ে ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দেয়। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজল জানান, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা একত্রিত হয়ে হামলার পরিকল্পনা করছিল। তখন পাশ দিয়ে ছাত্রলীগ মিছিল নিয়ে যাওয়ার সময় তারা ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। আটজন ছাত্রলীগের নেতা-কর্মী আহত হয়েছেন। 

জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক জানান, শহরকে অচল করে দেওয়ার জন্য বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করছিল। ছাত্রলীগের মিছিলে হামলা চালায় পরে ছাত্রলীগ তার প্রতিবাদ করলে এতে কয়েকজন আহত হন। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, পাল্টাপাল্টি কর্মসূচিতে ছাত্রলীগের কয়েকজন আহত হলে ছাত্রলীগ বাদী হয়ে একটি মামলা করে। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন