ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ভাণ্ডরিয়ায় ডিজিটাল সংযোগ স্থাপন বিষয়ে মতবিনিময় সভা

ভাণ্ডরিয়ায় ডিজিটাল সংযোগ স্থাপন বিষয়ে মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডরিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনর ও পরিষদের যৌথ আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক হুমাউন কবির, ভাণ্ডরিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভাণ্ডরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান ঊল্লাহ খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, অধ্যক্ষ আব্দুল্লাহ মাহাম্মুদ, প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার,মো. মনির হোসেন ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামা প্রমুখ ।

              প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের ফলে প্রান্তীক মানুষের জীবন হয়ে উঠেছে আরো গতিময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে স্মার্ট বাংলাদেশের রূপকল্প-২০৪১ ঘোষণা দিয়েছিলেন।

এ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আরো আইটিসি অবকাঠামো নির্মাণ ও ব্যবহার সম্প্রসারণের জন্য ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে দক্ষ মানবসম্পদ তৈরী করতে হবে। এ সময় তিনি এ উপজেলায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানসহ একটি ডিজিটাল উপজেলা গড়ার জন্য একটি হাইটেক ডিজিটাল পার্ক স্থাপনের জন্য যে প্রক্রিয়া আছে তা পুরন করতে পারলে কেন্দ্রীয় পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরে আন্তরিক ভাবে সুপারিশ করার বিষয় আস্বস্ত করেন ।

সভায় সকল সরকারি,বেসরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন