মঠবাড়িয়ায় ৭০ হাজার ৬শ’ ৪৭জন শিক্ষার্থী পেল নতুন বই


পিরোজপুরের মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ২০৬টি সরকারী প্রাথমিক, কিজি স্কুল ৫০টি, ৪৭টি মাধ্যমিক ও ৪৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন পাঠ্যবই।
মঠবাড়িয়া উপজেলা প্রশাসন উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ শুরু করেন। রবিবার (১ জানুয়ারি‘২৩) সকালে পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন, মঠবাড়িয়া পৌর প্রশাসক উপজেলা আলীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। এসময় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন. মো. নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় গুলোতে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। নতুন বই পেয়ে মহা খুশিতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নতুন বই বুকে চেপে উচ্ছাসিত শিশুরা বাড়ি ফিরবে।
এএজে
