ভাণ্ডারিয়ায় জেপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জেপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, উন্নয়ন ও সাফল্যের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে হাত নেরে নেতা-কর্মীকে শুভেচ্ছা জানান। এসময় দলের সিনিয়র থেকে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিকে দিবসটি উদযাপনে উপজেলা জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রবিবার সকাল ১০টায় স্থানীয় রিজার্ভ পুকুর পার দলীয় কার্যালয়ে প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করণ ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়।
বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ মাহফিল , দোয়া মোনাজাত এবং কেক কাটা হয়।
পৃথক এসকল কার্যক্রমে জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা সহসভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, সহ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. ফিরোজ আলম, মো. মজানুর রহমান সেন্টু মোল্লা, মো. রেজা আহম্মেদ দুলাল, মো.জামাল উদ্দিন লিটন হাওলাদার, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জহিরুল হক।
সভায় বক্তারা বলেন, জেপি উন্নয়নের রাজনীতি করে। অনেক চরাই উৎরাই পার করে দীর্ঘ ৩৬বছর পার করে আজ ৩৭বছরে পদর্পণ করেছে। তাই জেপির এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভাণ্ডারিয়া সহ আধুনিক দক্ষিণাঞ্চলের রূপকার জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দল,মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এইচকেআর
