ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

পাথরঘাটায় এমপিও ভুক্ত মাদ্রাসার আড়ালে কিন্ডারগার্টেন

পাথরঘাটায় এমপিও ভুক্ত মাদ্রাসার আড়ালে কিন্ডারগার্টেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় কালমেঘা দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত একটি ইবতেদায়ী মাদ্রাসা। স¤প্রতি ওই ইবতেদায়ী মাদ্রাসার আড়ালে নাম বাদ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে ওই মাদ্রাসাতেই কিন্ডারগার্টেন মাদ্রাসা পরিচালনার অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার জালাল আহমেদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সরেজমিন এ অভিযোগের সত্যতা মিলেছে। সুপারের দাবী একাডেমী সুপার ভাইজারের সাথে আলোচনা করেই কিন্ডারগার্টেন খোলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কালমেঘা ইউনিয়নে অবস্থিত কালমেঘা দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখা বন্ধ করে কালমেঘা কিন্ডারগার্টেন নামে শাখা খুলে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়করে এবং এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দিয়েই ক্লাস পরিচালনা করছে মাদ্রাসার সুপার। 

এছাড়াও ইবতেদায়ী শাখার শিক্ষার্থীদের ক্লাসেই কিন্ডারগার্ডেন শাখার শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন ইবতেদায়ীর শিক্ষকরা।
সহকারী শিক্ষকগনের দাবি, মাদ্রাসার সুপার তাদেরকে বাধ্য করছেন এখানে ক্লাস নিতে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিভাবকরা জানান, একই মাদ্রাসায় এবতেদায়ী শাখা বন্ধ করে আলাদা শাখা খুলে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছে সুপার। এ নিয়ে কথা বলতে গেলেও তারা কেউ কথা বলতে পারছেন না। তাদের দাবি, ওই সুপার প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলছে না। 
প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক জানান,এবতেদায়ী শাখা থাকার পরেও সুপার নিজেই কিন্ডারগার্টেন করেছেন। এতে ইবতেদায়ী শাখার শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং  কিন্ডারগার্ডেন শাখার শিক্ষার্থীদের বেশি খেয়াল নেয়া হচ্ছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ও মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মো. ফারুক হোসেন বলেন, এর আগেও সুপার জালাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও রয়েছে। এছাড়াও অন্য একটি মামলা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।

এবিষয়ে ওই মাদ্রাসার সুপার জালাল উদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই ও বিস্কুট দিয়ে পরিচালনা করেছেন। আর আমি ম্যানেজিং কমিটি ও একাডেমিক সুপারভাইজারের সাথে আলাপ করেই তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্ডারগার্টেন মাদ্রাসা চালাচ্ছি। 

এ মাদ্রাসার নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হয়েছে।
এবিষয়ে মাদ্রাসা কমিটির সভাপতি এম মতিউর রহমান বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এমন কিন্ডারগার্ডেন করার নিয়ম আছে কিনা আমার জানা নেই।

এব্যাপারে যোগাযোগ করা হলে পাথরঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, কালমেঘা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার সাথে কিন্ডারগার্টেন চালানোর বিষয়টি জানতাম না এবং আমারা কোন অনুমতি দেয়নি। আমাদের না জানিয়েই কিন্ডারগার্ডেন পরিচালনা করে আসছেন তারা।


 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন