ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

ভাণ্ডারিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
শীত নিবারণে ফুটপাতে পুরোনো গরম কাপর কিনতে ভিড় করছে মানুষ। 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত কয়েক দিনের হাড় কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বলেশ্বর নদের শাখা কচাঁ নদী তীরবর্তি এ উপজেলায় প্রায় পৌঁনে তিল লাখ লোকের বসবাস। গত কয়েক দিন ধরে কোন দিন দুপুরের পর আবার কোন দিন সূর্যের দেখাই মেলেনি। তাপ মাত্রাও থাকে কম। 

আর এতে শীতের তীব্রতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় বেশি ক্ষতির মূখে পড়ছে খেটে খাওয়া দিন মজুর সহ নিন্ম আয়ের মানুষ। দুপুরের পর পরই নেমে আসে কুয়াশা। রাতে ঘন কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে। 

গত কয়েকদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়, বাসস্ট্যান্ড, চরখালী ফেরি ঘাট লাগোয়া বিসমিল্লাহ চত্বর, বাজারের হক মার্কেটে দেখা গেছে তীব্র শীতের হাত থেকে জীবন বাঁচাতে নিজের, পরিবারের সদস্যদের বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের শীত নিবারণে ফুটপাতে পুরোনো গরম কাপর কিনতে ভিড় করছে মানুষ। 

তাদের মধ্যে অধিকাংশই দিন মজুর, মধ্যবিত্ত এবং নিন্ম আয়ের পরিবারের মানুষ। তাঁরা তাদের পরিবারের সদস্যদের জন্য কান টুপি, হাত মোজা, পা মোজা সহ গরম পোষাক কিনছে। কোথাও কোথাও সকালে এবং সন্ধ্যা রাতে অনেক মানুষ জড়ো হয়ে শুকনো খরকুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন। 

বিকাল হওয়ার সাথে সাথে বাহিরে থাকা মানুষ স্ব স্ব গন্তব্যে চলে যায়। গত কয়েক দিনের শীতে অতি প্রয়োজন ছাড়া হাট বাজারে মানুষের আনাগোনা ছিল অত্যন্ত কম। সন্ধ্যা হওয়ার পর পরই বাজারের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে ফেলায় বাজার থাকে ফাঁকা। এদিকে তীব্র শীতে ঠাণ্ড জনিত রোগ শর্দি, শুষ্ক কাশিতে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী মানুষ। অন্যদিকে ছিন্নমূল পরিবার, অসহায় দরীদ্র শীতার্তদের মাঝে সরকারি, বেসরকারি ভাবে বিতরণ করতে দেখা গেছে শীত বস্ত্র কম্বল। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন