মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পিরোজপুরের মঠবাড়িয়ায় দক্ষিণ বিভাগ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ৩০ গ্রাম গাঁজাসহ মো. হাসিব হাওলাদার (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে রোববার রাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হাসিব হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলার হরিনপালা ৯নং ওয়ার্ডের হাসান হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালি ইউনিয়ন ১নং ওয়ার্ড তুষখালি বাজার সংলগ্ন বেলতলা মসজিদের পাশে খাদ্য গুদামের সামনে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হাসিবকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, দক্ষিণ বিভাগ পিরোজপুর এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে হাসিবের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর
