পবিপ্রবিতে কর্মকর্তা এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট


চাকুরিতে তিনটি পর্যায়োন্নয়ন দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তারা।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কর্মকর্তারা কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করেছে।
পবিপ্রবি কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিষ্ট্রার মো. সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরুনির সঞ্চালনায় অবস্থান ধর্মঘটের সমাবেশে অন্যান্যের মধ্যে ডেপুটি রেজিষ্ট্রার মো. আরিফুর রহমান জুয়েল, মিজানুর রহমান টমাস, মো. আতাউর রহমান, জসিম উদ্দিন বাদল প্রমুখ বক্তৃতা করেন।
এইচকেআর
