ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ১১ হাজার ছাড়াল

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ১১ হাজার ছাড়াল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে ১১ হাজার ১০৪ জনে দাঁড়িয়েছে। সোমবার ভূমিকম্পটি আঘাত হানে।

খবর সিএনএন।
বুধবার সিএনএন জানায়, তুরস্কের প্রেসিডেন্ট টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে বলেন, তার দেশে অন্তত ৮ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ হাজার।

অন্যদিকে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৫৩০ জন।

সাহায্য সংস্থা ও জরুরি উদ্ধার কাজে নিয়োজিতরা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।

কয়েক হাজার উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে।

ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন